ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কৃষিখাতে ঋণ না দিলে ব্যাংক রাষ্ট্রায়ত্ব করা হবে: শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, জানুয়ারি ৩০, ২০১২
কৃষিখাতে ঋণ না দিলে ব্যাংক রাষ্ট্রায়ত্ব করা হবে: শ্যাভেজ

কারাকাস: কৃষিখাতে ঋণ দেওয়ার সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যাংককে জাতীয়করণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

কিছু ব্যাংক উন্নয়নমূলক খাতে ন্যূনতম ১০ শতাংশ ঋণ দেওয়ার সরকারি নির্দেশনা মানছে না অভিযোগ করে শ্যাভেজ বলেছেন, ‘নির্দেশ না মানলে এসব ব্যাংক রাষ্ট্রায়াত্ব করা হবে।



কৃষি উৎপাদন ও গবাদিপশু পালনের জন্য প্রসিদ্ধ ভেনিজুয়েলার বারিনাস প্রদেশে দেশবাসীর উদ্দেশে গণমাধ্যমে দেওয়া সাপ্তাহিক ভাষণে গত রোববার এই হুঁশিয়ারি দেন শ্যাভেজ।

বেসরকারি ব্যাংকগুলোর উদ্দেশে শ্যাভেজ বলেন, ‘যদি কৃষিখাতে ঋণ দিতে না পারেন তাহলে ব্যাংক আমাকে দিয়ে দিন। ’

বক্তৃতায় সুনির্দিষ্ট ভাবে তিনটি ব্যাংকের নাম উল্লেখ তিনি বলেন, ‘বানেসকো,ব্যাংকো মার্কেন্তাইল এবং ব্যাংকো প্রভিন্সিয়াল এই ব্যাংকগুলো  ক্ষুদ্র চাষী ও খামারিদের  ঋণ দেওয়ার বদলে বৃহৎ খামার মালিক এবং ব্যবসায়ীদের ঋণ দেওয়ায় বেশি উৎসাহী। ’

দেশের সব সরকারি ও বেসরকারি আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠানকে সর্তক করে দিয়ে তিনি বলেন, ‘কৃষি উৎপাদনে বিনিয়োগ না করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। উৎপাদনশীল খাত উন্নয়নে এর কোনো বিকল্প নেই। ’

উল্লেখ্য, বিভিন্ন  অনিয়মের কারণে ভেনিজুয়েলায় ইতোমধ্যে বেশ ক‘টি ব্যাংক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বক্তৃতায় শ্যাভেজ আরো বলেছেন, ‘অবৈধভাবে জমি দখল করে গড়ে ওঠা বড় খামারের অতিরিক্ত জমি ছোট কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ’

শ্যাভেজের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভেনিজুয়েলার গ্রামীণ দরিদ্র কৃষকরা অন্তত একটি খামারের মালিক হওয়ার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

তবে সমালোচকরা প্রেসিডেন্টের এই উদ্যোগের  সমালোচনা করছেন। তাদের মতে, এর ফলে দেশের কৃষি উৎপাদন কমে যাবে।

প্রসঙ্গত, সাবেক সামরিক কর্মকতা সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী হুগো শ্যাভেজ দীর্ঘ ১৩ বছর ধরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট পদে রয়েছেন।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার আশা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।