ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে পরিবেশ দূষণ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, জানুয়ারি ৩০, ২০১২
ভারতে পরিবেশ দূষণ বাড়ছে

নয়াদিল্লি: বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে পরিবেশ দূষণ বাড়ছে। এনভায়রনমেন্টাল পার্ফমেন্স ইনডেক্স(ইপিআই) এর জরিপে এতথ্য প্রকাশিত হয়।

বিশ্বের মোট ১৩২ টি দেশের মধ্যে এই জরিপ চালানো হয়। এবারে ভারতের অবস্থান ১২৫তম।
২০০৮ সালে ভারতের অবস্থান ছিলো ১২০তম।

ভারতের পরিবেশ সম্পর্কিত কর্মীরা জানান, জলবায়ু পরিবর্তন ইস্যুটি নিয়ে ভারত বেশি একটা অগ্রগতি সাধন করতে পারেনি। যার কারণে ভারত তার অবস্থান হারিয়েছে।

ভারতের অন্যান্য অঞ্চলে পরিবেশ দূষণ অনেক বেশি। এরমধ্যে বায়ু এবং পানি দূষণের মাত্রা সবচেয়ে বেশি। ২০০৮ সালে ভারতের পানি দূষণ এবং পয়:নিস্কাষনের অবস্থা বেশ খারাপ ছিলো।
 
তবে ভারতের জন্য সবচেয়ে ভয়ংকর হলো বায়ু দূষণ। বায়ু দূষণ অন্য সব সমস্যার মধ্যে অন্যতম হয়ে দাড়িয়েছে ভারতে।
 
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে ইপিআই’র প্রতিনিধিরা বলেন, অন্যান্য দেশগুলোর মধ্যে ভারত এবং চীনের অবস্থা বেশ ঝুঁিকপূর্ণ। ভারতের জন্য এর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ দূষণ সমস্যার সমাধান করাও অনেক বেশি চ্যালেঞ্জের।
 
এদিকে বিশ্বের উন্নত দেশ যুক্তরাষ্ট্রের অবস্থাও ততটা ভালো নয়। ক্ষতিকারক সিও২ গ্যাস নি:সরনের কারণে যুক্তরাষ্ট্র পরিবেশ দূষণ ঝুঁকির দেশগুলোর মধ্যে একটি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।