জুবা: আফ্রিকার সদ্য স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদানে সশস্ত্র গ্রুপের হামলায় সীমান্ত সংলগ্ন ওয়ারাপ প্রদেশে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা একশ’ ছাড়িয়ে যেতে পারে।
ওয়ারাপ প্রদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত শনিবার প্রদেশের টং ইস্ট জেলায় লুয়াক জং উপজাতি অধ্যুষিত একটি গ্রামে সশস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
দক্ষিণ সুদানি পার্লামেন্টের স্পিকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে। তবে অন্য একটি সূত্রে মৃতের সংখ্যা একশ’ জন বলে জানা যাচ্ছে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মূলত গবাদি পশু ছিনতাই করার উদ্দেশ্যে একটি গ্রামে প্রতিপক্ষ গোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিরা হামলা করলে এই ঘটনা ঘটে।
তবে দক্ষিণ সুদানের স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ের এই সব হামলার পেছনে প্রতিবেশী দেশ সুদানের হাত থাকার অভিযোগ করেছেন।
তিনি অভিযোগ করেন, সুদান সরকার তার দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন মিলিশিয়া গ্রুপকে অস্ত্র দিয়ে নানাভাবে সহায়তা করছে।
প্রসঙ্গত, ২০১১’র জুনে সুদান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। তবে বিভিন্ন নৃ- গোষ্ঠীতে বিভক্ত দেশটিতে গবাদি পশুর মালিকানা দখলকে কেন্দ্র করে বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস হামলা পাল্টা হামলার ঘটনা প্রায়ই ঘটছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২