ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কন্যা সন্তান জন্ম দেওয়ায় আফগান নারীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জানুয়ারি ৩০, ২০১২
কন্যা সন্তান জন্ম দেওয়ায় আফগান নারীকে হত্যা

কাবুল: কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে আফগানিস্তানের কুন্দজ প্রদেশে এক নারীকে হত্যা করা হয়েছে। নিহত নারীর দুই মাস বয়সী কন্যা সন্তানটি অক্ষত রয়েছে এবং হন্তারক স্বামী পলাতক বলে স্থানীয় পুলিশ সূত্র জানায়।



নিহত নারীর স্বামী একজন স্থানীয় মিলিশিয়া সদস্য।

আফগান সমাজে ছেলে সন্তান হওয়া অনেক গৌরবের বিষয়। কিন্তু কন্যা সন্তান হওয়াকে অনেকটা বোঝা হিসেবেই দেখা হয়। আর এই ছেলে সন্তান জন্ম দিতে না পারলে নারীদেরকে ভোগ করতে হয় নানা শাস্তি।

গত বছর এক আফগান নারীর ওপর অত্যাচারের এক ভিডিও চিত্র ছড়িয়ে পরে। সেখানে দেখা যায় একজন ১৫ বছর বয়সী আফগান মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এবং তার স্বামী তাকে উপর্যুপরি আঘাত করছে।
 
কুন্দজ প্রদেশের খানাবাদ জেলার মাফালায় গ্রামে ওই নারীকে হত্যা করা হয়।

খানাবাদ পুলিশ প্রধান সুফি হাবিব বলেন, ‘ওই মা এই নিয়ে তৃতীয় কন্যা সন্তান জন্ম দিয়েছিল। তার শাশুড়ি এবং স্বামী কন্যা সন্তান জন্ম দেওয়ায় অবাক হয়ে যায়। ’

উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, স্তোরি ডাক নামের ওই মেয়েটিকে তার স্বামী তার অস্ত্র দিয়ে হত্যা করেছে।

নিহত নারীর এক প্রতিবেশি বলেন, তিনি তো একটি ঘরের মধ্যে থাকতেন না, এটি ছিল একটা দোজখ। প্রতিনিয়তই তার ওপর অকথ্য নির্যাতন করা হতো।

স্থানীয় মিলিশিয়ারা মোটামুটি একপ্রকার রাজনৈতিক মদদপুষ্ট। তাদের হাতে অবৈধ অস্ত্র থাকায় যখন তখন তারা নারীদের ওপর চড়াও হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।