ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ধর্ষণ অব্যাহত রাখতে চান মুলায়ম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, জানুয়ারি ৩০, ২০১২
উত্তরপ্রদেশে ধর্ষণ অব্যাহত রাখতে চান মুলায়ম!

উত্তরপ্রদেশ: ক্ষমতায় গেলে ধর্ষিতা নারীদের সরকারি চাকরি নিশ্চিত। সেই সঙ্গে রাজ্যের দরিদ্র নারীরা দু’টি করে শাড়ি আর একটি কম্বল পাবে।



এটা ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী দলের প্রেসিডেন্ট মুলায়ম সিং যাদবের নির্বাচনী প্রতিশ্রুতি।

উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। ভোটযুদ্ধে জয়ী হতে ভোটারদের সমর্থন পেতে এ ধরনের ‘লোভনীয়’ প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন মুলায়ম।

উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন মায়াবতীর আমলে রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। একই সঙ্গে বেড়েছে খুন। এসব অরাজকতার অবসান ঘটানোর অঙ্গীকারের সঙ্গে ধর্ষণের শিকার নারীদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুলায়েম।

তিনি বলেছেন, ‘আসন্ন নির্বাচনে সমাজবাদী দল ক্ষমতায় গেলে ধর্ষিতাদের মধ্যে যারা শিক্ষিত তাদের সরকারি চাকরি দেবে তার সরকার। ’ এছাড়া গরীব নারীদের দু’টি করে শাড়ি এবং একটি করে কম্বল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে এমন অদ্ভূত প্রতিশ্রুতি দেওয়ার জন্য বাঁকা সমালোচনারও শিকার হচ্ছেন তিনি। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মানু শিংভি একজন বর্ষীয়ান রাজনীতিকের মুখে এমন প্রতিশ্রুতিকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘মুলায়েম সিং যাদব যা বলছেন তার অর্থ দাঁড়ায়, উত্তরপ্রদেশে তার ক্ষমতার সময় ধর্ষণ অব্যাহত রাখতে চান তিনি। ’

যাদবের বক্তব্যের প্রতিক্রিয়ায় লক্ষ্ণৌতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) মুলায়েমের ওই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। বিজেপির মুখপাত্র রবি শংকর প্রসাদ বলেছেন, ‘মুলায়ম সিং যাদব তার চিরাচরিত অসংবেদনশীল বক্তব্যের মধ্যে আরেকটি সংযোজন করলেন। ধর্ষিতাদের আর্থিক সহায়তা দেওয়াই কি এর সমাধান?’

তবে ভোটের রাজনীতিতে লাগামহীন প্রতিশ্রুতির জোয়ার বইয়ে দিতে কোনো রাজনৈতিক দলই কম যান না। কংগ্রেস সংখ্যালঘু ভোটোরদের লক্ষ্য করে যেমন নানা প্রতিশ্রুতি দিচ্ছে তেমনি মৌলবাদী বিজেপি তার স্বভাবসুলভ সাম্প্রদায়িক প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে।

কংগ্রেস বলছে, সংখ্যালঘু মুসলমানদের জন্য সব বিধানসভায় আসন সংরক্ষণ করবে, তাঁতীদের ক্রেডিট কার্ড দেবে, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ করবে ইত্যাদি।

অপরদিকে বিজেপি সংখ্যাগুরু হিন্দু ভোটারদের সমর্থন পাওয়ার জন্য বলছে, সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানদের জন্য সংরক্ষিত কোটা বাতিল করবে, বাবরি মসজিদের ধ্বংসস্তুপের ওপর রামমন্দির বানাবে আরো অনেক কিছু।

তবে এর মধ্যে মুলায়মর প্রতিশ্রুতিটি অনেকটা হাস্যকরই বলা যায়। পর্যবেক্ষকদের মতে, ধর্ষিতাদের চাকরির প্রতিশ্রুতির কথা তিনি এমনভাবে বলছেন, যেনো রাজ্যের নারীরা ধর্ষিত হলেই সরকারি চাকরি নিশ্চিত। তার মানে প্রকারান্তরে দারিদ্র্য পীড়িত রাজ্যে ধর্ষণ উৎসাহিত করবেন তিনি- এ কথা যে কেউ বলতেই পারে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।