ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দেবীর জন্য শিশু বলি, তান্ত্রিক আটক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, জানুয়ারি ৩০, ২০১২

কলকাতা: দেব-দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য শিশুবলির প্রাচীন বর্বর প্রথা পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে বলেই ধরে নেওয়া হয়। কিন্তু এই ধারণায় সংশয় যুক্ত করল ভারতের অতি স্মপ্রতিক একটি ঘটনা।



হিন্দু ধর্মমতে শক্তির দেবী কালী। সেই দেবীর মনোতুষ্টির জন্য নিষ্পাপ শিশু বলি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গে এক সাধু তান্ত্রিককে আটক করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের বাকুরা জেলার একটি গ্রামে গত রোববার এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীকান্ত কর্মকার নামের ওই সাধু দেবী মূর্তির সামনে একটি শিশুর ছিন্ন মস্তক নিয়ে পূজা অর্চনা করছিলেন। পরে তিনি শিশুর মাথাটিকে মূর্তির গলায় ঝুলিয়ে দেন। গ্রামবাসীরা ঘটনা টের পেয়ে সাধুকে আটক করে উত্তম-মধ্যম দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে গেছে।

সোমবার তান্ত্রিককে আদালতে হাজির করার কথা। শিশুটির দেহের অবশিষ্টাংশের কোনো হদিস এখনও মেলেনি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।