ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার ওপর পশ্চিমা চাপ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, জানুয়ারি ৩১, ২০১২
সিরিয়ার ওপর পশ্চিমা চাপ বাড়ছে

দামেস্ক: সিরিয়ার ওপর চাপ বাড়াতে পশ্চিমা দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করতে যাচ্ছে।
 
নিরাপত্তা পরিষদ থেকে আরব লীগ সেক্রেটারি জেনারেল নাবিল আল আরাবিকে তাদের দেওয়া প্রেসিডেন্ট বাশারের ক্ষমতা হস্তান্তর প্রস্তাব বিষয়েও আলোচনার জন্য ডাকা হবে।



আরব লীগের এই ক্ষমতা হস্তান্তর পরিকল্পনাকে স্বাগতম জানিয়েছিলো পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। কিন্তু রাশিয়ার ভেটোর কারণে তারা সিরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারছে না।

এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানায়, ‘সিরিয়া এই গোলোযোগকে পরাস্ত করবে। আমরা দুঃখের সঙ্গেই জানাতে চাই, এখনও পরিকল্পনাগুলো ওইসকল দেশ থেকেই আসছে যারা মধ্যপ্রাচ্যে তাদের বোকামি এবং পরীক্ষা চালাচ্ছে। ’

আরব লীগের ওই ক্ষমতা হস্তান্তর পরিকল্পনার পেছনে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে দেশটিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছে এই দেশগুলো।
 
তবে মস্কো জানায়, এই পরিকল্পনাটি যথেস্ট পরিপক্ক নয়। করণ এতে সমতা বজায রাখা হয়নি।
 
কিন্তু হোয়াইট হাউস সোমবার জানায়, প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার নিয়ন্ত্রন হারিয়েছে। তার এখন ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।