সানা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন স্থানীয় আল কায়েদা সদস্য রয়েছে বলেও স্থানীয় বাসিন্দারা জানায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশের লাওদার শহরের পূর্বে ড্রোন হামলায় দুটি গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
একজন আদিবাসী নেতা জানান, হামলায় অন্তত চারজন আল কায়েদা সদস্য নিহত হয়েছে। বিমান হামলায় বেসামরিক মানুষও আহত হয়েছে।
যুক্তরাষ্ট্র পরিচালিত এই ড্রোন বিমানগুলো প্রায়শই ইয়েমেনে আল কায়েদা জঙ্গি নিধনে বিমান হামলা চালায়। গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনেই ড্রোন হামলায় জন্মুসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক আল কায়েদার শীর্ষ নেতা আনোয়ার আল আওলাকি নিহত হয়।
ইয়েমেনে আল কায়েদা দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল কায়েদার শক্তিশালী ঘাটি রয়েছে বলে ইয়েমেন কর্তৃপক্ষ থেকে বরাবরই জানানো হয়।
দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য অবস্থান করছেন। গত বছরের জুন মাসে বিদ্রোহীদের এক রকেট হামলায় তিনি তার প্রেসিডেন্ট ভবনেই গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন তিনি চিকিৎসার জন্য সৌদি আরব ছিলেন।
সুস্থ অবস্থায় দেশে ফিরে আসলেও চলমান বিক্ষোভের মুখে বেশ বেকায়দায় পরে যান তিনি। এর পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সম্মত হতে হয়। নিজের ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২