রিয়াদ: সৌদি আরবের নারীরা এখন থেকে ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন। এই প্রথম বারের মতো সৌদি সরকার সেদেশের নারীদের এই অনুমতি দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে জানানো হয়।
সৌদি রাজতন্ত্রের কর্মকর্তারা জানান, সৌদি নারীরা এখন থেকে জেদ্দা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবে। তাদের জন্য আলাদা কেবিন এবং ব্যালকনি তৈরি করা হচ্ছে। আগামী ২০১৪ সালের মধ্যেই স্টেডিয়াম পুনর্গঠনের কাজ শেষ হবে।
জেদ্দা স্টেডিয়াম কর্তৃপক্ষ জানায়, স্টেডিয়াম পুনর্গঠনের কাজ ১৫ শতাংশ হয়ে গেছে ইতোমধ্যেই। আগামী ২০১৪ সালের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে।
সৌদি রাজতন্ত্রের নতুন এই অনুমতির ফলে শুধু সৌদি পরিবারগুলোই নয় নারী সাংবাদিকরা এবং অলোকচিত্রীরাও স্টেডিয়ামে ঢুকতে পারবে। পুরুষ সাংবাদিকদের থেকে আলাদা করার জন্য তাদের জন্যও তৈরি হচ্ছে বিশেষ জায়গা। যাতে নারী সাংবাদিকরাও স্থানীয় এবং আন্তর্জাতিক খেলাগুলো দেখতে পারে।
দেশটিতে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বাদশাহ আবদুল্লাহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেন। এরমধ্যে অন্যতম হলো নারীদের ভোটাধিকার দান।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২