ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সংঘর্ষে ৭ সেনাসহ ২৫ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, জানুয়ারি ৩১, ২০১২
পাকিস্তানে সংঘর্ষে ৭ সেনাসহ ২৫ তালেবান নিহত

পেশোয়ার: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চল র্কুরামে তালেবান-সেনাবাহিনী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সাত জন সেনা সদস্যসহ পঁচিশ জন তালেবান সদস্য নিহত হয়েছে।

এছাড়াও আরও দশ জন সেনা আহত হয়েছে বলেও দেশটির সেনাবাহিনী কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

র্কুরাম অঞ্চলের জোগি গ্রামটি সীমান্তবর্তী এবং এখানে পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রন না থাকায় ঠিক কি পরিমান হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায় নি।
 
তবে পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকা নামপ্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে জানায়, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

গত বছরের জুলাই মাস থেকে র্কুরাম অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আসছে। র্কুরাম আফগান সীমান্তবর্তী অঞ্চল। প্রায়শই এখানে জাতিগত সহিংসতায় অনেক প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।