ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অবশেষে মুখ খুললেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জানুয়ারি ৩১, ২০১২
অবশেষে মুখ খুললেন বারাক ওবামা

ওয়াশিংটন: পাকিস্তানে ড্রোন হামলার ব্যাপারে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তানে আল কায়েদা এবং তালেবান যোদ্ধাদের অবস্থান লক্ষ করে ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছেন ওবামা।



সোমবার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব এবং সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা গুগুলপ্লাসের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পাকিস্তানে ড্রোন হামলার বিষয়টি বলেন ওবামা।

তবে তিনি ড্রোন হামলার পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘যারা সন্ত্রাসী তালিকার শীর্ষে রয়েছেন তাদের ওপর হামলা চালানোর অংশ হিসেবেই পাকিস্তানে ড্রোন হামলা চালানো হয়। ’

গুগুলপ্লাস এবং ইউটিউবের এই আড্ডায় ওবামা মোট ছয় জনের সঙ্গে অনলাইনে আড্ডা দেন।

এসময় তিনি আরও বলেন, পাকিস্তান এবং আফগানিস্তানের দুর্গম এলাকাগুলোতে আল কায়েদা ঘাটি গেড়ে আছে। তাদের নিস্ক্রিয় করতেই ঘন ঘন ওই অঞ্চগুলোতে হামলা চালানো হয়েছে।

গত বছর পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে মোট ৬৪ বার ড্রোন হামলা চালানো হয়। অপরদিকে ২০১০ সালে ড্রোন হামলা চালানো হয়েছিল মোট ১০১ বার।

নিউ আমেরিকা ফাউন্ডেশনের মতে, পাকিস্তানে গত আট বছরে ড্রোন হামলায় অন্তত ১৭১৫ জন মানুষ মারা যায়। যদিও প্রকারান্তে এই নিহতের সংখ্যা বলা হয় ২৬৮০ জন।

মার্কিন প্রশাসন এর আগ পর্যন্ত পাকিস্তানে ড্রোন হামলা প্রসঙ্গে প্রকাশ্যে কিছুই বলেনি। কিন্তু ওবামা প্রশাসন ক্ষমতায় আসার পর নাটকীয়ভাবেই পাকিস্তানে ড্রোন হামলার পরিমান বেড়ে যায়।

তবে গত অক্টোবর মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা জানান, ড্রোন হামলাগুলো সরাসরি সিআইএ’র তত্ত্ববধানে পরিচালিত হয়। পাকিস্তানের ঠিক কোথায় ড্রোন হামলা চালানো হচ্ছে এমন প্রশ্নের উত্তরও সেসময় প্যানেটা দেননি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।