ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোপে আবহাওয়া বির্পযয়: ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, জানুয়ারি ৩১, ২০১২
ইউরোপে আবহাওয়া বির্পযয়: ৪০ জনের প্রাণহানি

সাইবেরিয়া: ইউরোপের কেন্দ্রস্থল এবং পশ্চিম ইউরোপে প্রবল তুষারপাত ও তাপমাত্রা কমে যাওয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ইউক্রেনে মারা গেছে ৩০ জন এবং পোল্যান্ডে মারা গিয়েছে ১০ জন।



এছাড়াও সাইবেরিয়ায় তিনজন এবং বুলগেরিয়ায় একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রোনের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, গত তিনদিনে প্রায় ৬০০ মানুষকে দেহের প্রদাহজনিত চিকিৎসা এবং হাইপোথারমিয়ার জন্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বিপর্যয় থেকে বাঁচতে মোট ১৫৯০টি ঘরে প্রায় ২৪ হাজার মানুষ আশ্রয় গ্রহন করেছে বলে কর্তৃপক্ষ জানায়।

দিনের বেলায় তাপমাত্রা -১৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় তা আরও নেমে অবস্থান করে -২৩ ডিগ্রি সেলসিয়াসে।

ইউক্রেনের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়, মৃতদের অনেকেই ছিল গৃহহীণ। তাদের মৃতদেহ রাস্তা থেকে উদ্ধার করা হয়।

প্যোলেন্ডে প্রায় একই ধরনের অবস্থা বিরাজ করছে। গত শুক্রবার দেশটির তাপমাত্রা নেমে আসে -২৬ ডিগ্রি সেলসিয়াসে।

মালগোরজাটা ওজনিয়াক পোল্যান্ডের অভ্যন্তরীন মন্ত্রী এক সংবাদ মাধ্যমকে বলেন, মৃতদের সবাই বয়স্ক এবং গৃহহীন।

পেল্যান্ড থেকে জনগনকে সর্তক করে বলা হয়, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। দিনের বেলা -২০ ডিগ্রির নিচে এবং রাতের বেলা -৩০ ডিগ্রির নিচে নামতে পারে।

সার্বিয়া পুলিশ থেকে বলা হয় তুষারপাতের কারণে নারীদের মৃত্যু ঘটছে। বয়ষ্ক পুরুষদের মৃত্যুর জন্যও দায়ী এই তুষারপাত। দেশটির দক্ষিণ অঞ্চলের দুইজন ৭০ বছর বয়সী মানুষকে খুঁজে যাওয়া যাচ্ছে না বলেও পুলিশ সূত্র জানায়।

প্রতিবেশি দেশ বুলগেরিয়াতেও একই অবস্থা বিরাজ করছে।

বুরগেরিয়ায় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি খাদ্য এবং গরমের ব্যবস্থা করা হয়েছে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এবং চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।