ওয়াশিংটন: ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মধ্যে ২৫টি দেশ নতুন অর্থনৈতিক বরাদ্ধ চুক্তিতে একমত হয়েছে। তবে চুক্তিতে অসম্মতি জানিয়েছে যুক্তরাজ্য এবং চেক প্রজাতন্ত্র।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, যদি এই চুক্তি যুক্তরাজ্যের ঋণে কোন প্রভাব ফেলে তবে তার সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ইউরোপের এই চুক্তির ব্যাপারে এখনও আমাদের চিন্তা করছি।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, আমাদের এ ব্যাপারে সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে।
দিকে চেক প্রেসিডেন্ট ভেকলাভ ক্লাউস বলেন, ঋণপ্রবাহ কমানোর জন্য নতুন বাজেটে যে নীতি নির্ধারন করা হয়েছে তা লক্ষ্য পূরণে সাহায্য করবে।
জার্মানি ইউরোভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ঋণদাতা এবং শক্তিশালী অর্থনৈতিক দেশ। এই নতুন নিয়ম অনুসরন করার ব্যাপারে তারা বিশেষ ভূমিকা পালন করবে।
বংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২