লন্ডন: ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রা চালু হওয়ার পর এই প্রথম ইউরোপের বেকার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মঙ্গলবার এক পরিসংখ্যানে দেখানো হয়।
ইউর নেতারা লাখ লাখ নতুন চাকুরি বাড়িয়ে বেকার সংখ্যা কমিয়ে আনার ঘোষণা মাত্র একদিন আগেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
ডিসেম্বরে ইউরোভুক্ত ১৭টি দেশের মধ্যে গড় বেকারের হার ছিল ১০ দশমিক ৪ শতাংশ। যা গত নভেম্বরের পর থেকে বেড়ে চলেছে। ইউরোপীয় পরিসংখ্যান অধিদপ্তর ইউরোস্টেট এটি জানায়।
১৯৯৮ সালের পর এই প্রথম বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি পেল।
উল্ল্যেখ্য, প্রথম অভিন্ন মুদ্রা ইউরো চালু হয় ১৯৯৯ সালে।
অর্থনীতিবিদ মার্টিন ভ্যান ভ্লিত বলেন, আসছে সময়গুলোতে আমরা আবারও এগিয়ে যেতে চাই। তবে ব্যাপারটি নিয়ে আমরা চিন্তিত।
ভ্লিত আরও বলেন, গ্রীসে বেকারত্বের হার ২০শতাংশ। অন্যদিকে স্পেনে ২৩ শতাংশ। এই বেকারত্বের হার ওই দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে বলেও তিনি মনে করেন।
গত দুই বছরের ঋন সংকট এবং বাজেট ঘাটতির কারণে ইউরোপে বেকারত্বের সংখ্যা বেড়ে দাড়ায় এক কোটি ৬৫ লাখে। এছাড়া মাত্র একমাস আগেই আরও ২০ হাজার মানুষ চাকরি হারায়।
২০১১ সালে এই বেকারত্বের হার আরও বেড়ে যায়। যদি অর্থনৈতিক মন্দা চলতে থাকে তবে এই হার আরও বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২