টোকিও: জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান হোন্ডার মুনাফা কমছে।
প্রতিষ্ঠানটি থেকে বলা হয়, ২০১১ সালের চতুর্থ প্রান্তিকে হোন্ডার মুনাফা কমেছে ৪১ শতাংশ।
এক বছর পূর্বে যেখানে তৃতীয় প্রান্তিকে হোন্ডার মুনাফা ছিল ৮১১ লাখ ইয়েন। কিন্তু তা নেমে আসে মাত্র ৪৭৬ লাখ ইয়েনে।
এর ফলে তিন মাসে হোন্ডার বিক্রয় কমেছে ৮ শতাংশ। পরিমানে ১ লাখ ৯৪ হাজার কোটি ইয়েন।
হোন্ডা এর আগে যে পরিমান বিক্রয় ধারনা করেছিল তা পরিবর্তন করতে হচ্ছে। চলতি বছরের মার্চ পর্যন্ত হোন্ডা মুনাফা নির্ধারণ করেছিল ২১ হাজার ৫০০ কোটি ইয়েন। যা গত বছর আগষ্টে নির্ধারন করেছিল ২৩ হাজার কোটি ইয়েন। কিন্তু থাইল্যান্ডের বন্যার কারণে তা পাল্টে যায়।
মার্চের ভূমিকম্প এবং সুনামির কারণে হোন্ডা তার উৎপাদন কমিয়ে দেয়। থাইল্যান্ডে হোন্ডার একটি কারখানা রয়েছে যা গত বছরের অক্টোবর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। হোন্ডা আশা করছে চলতি বছরের মার্চ থেকে তারা আবারও থাইল্যান্ডে উৎপাদনে যাব।
২০১১ সালে হোন্ডার প্রায় ২৯০ কোটি গাড়ির উৎপাদন কমে যায় যা গত আট বছরে প্রথম।
হোন্ডা থেকে আরো বলা হয়, ইয়েনেরে মূল্য বৃদ্ধির কারণে গাড়ি রপ্তানিতে বিপরীত প্রতিক্রিয়া হতে পরে।
এছাড়া ইয়েনের মূল্য বৃদ্ধির কারণে রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের নিকট এর চাহিদা কমে যায়। হোন্ডার বিক্রয় কমে যাওয়ার পিছনে এটি আরেকটি অন্যতম কারন।
বাংলাদশে সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২