পাকিস্তানের মানসেহরার ঘান্দিয়ানে একটি মন্দির দখল করে নেওয়ার অভিযোগে ক্ষমতাসীন দলের দুই নেতার বিরুদ্ধে মামলার আবেদন জানানো হয়েছে।
জানা গেছে, সিনেটর সর্দার গুরু গুরদীপ সিং এবং প্রাদেশিক পরিষদের সদস্য রবি কুমারের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানিয়েছে সেখানকার হিন্দু সম্প্রদায়।
নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, অ্যাডভোকেট জাফর ইকবালের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ২২-এ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
শাওয়ানা মন্দির সমগ্র হাজারা বিভাগে হিন্দুদের একমাত্র উপাসনার স্থান।
আবেদন যিনি দায়ের করেছেন তার নাম শাম লাল। তিনি ওই মন্দিরের চেয়ারম্যান। তিনি অভিযোগ করেছেন, গত ১৯ মার্চ সপরিবারে মন্দিরে যান তিনি। কিন্তু পিটিআইয়ের দুই নেতার লোকজন তাকে মন্দিরে প্রবেশ করতে দেয়নি। ক্ষমতাসীন দলের ওই দুই নেতাও সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
নিউজ ডেস্ক