ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘কোয়েটায় হামলাকারী আফগান নাগরিক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, এপ্রিল ৩০, ২০২১
‘কোয়েটায় হামলাকারী আফগান নাগরিক’

কোয়েটা সেরেনা হোটেলে আত্মঘাতী বোমা হামলাকারীকে আফগান নাগরিক বলে শনাক্ত করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী, পাক এজেন্সিগুলোর মধ্যে একটি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে বোমা হামলার জন্য পাকিস্তানে এসেছিল।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বালুচিস্তান ও পাঞ্জাবে আরো আত্মঘাতী হামলার আশঙ্কা করা হচ্ছে। কারণ তারা বিশ্বাস করেন, আফগানিস্তান থেকে আরও দুই আত্মঘাতী বোমা হামলাকারী প্রবেশ করেছে।  

গত সপ্তাহে টিটিপি কোয়েটার একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে। হামলার সময় সেখানে চীনা রাষ্ট্রদূত অবস্থান করছিলেন। হামলায় চারজন নিহত হয়।

নিউজউইক জানিয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি উচ্চ নিরাপত্তা এলাকায় পুলিশ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।