করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে ভারতে। দেশটিতে ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন ধরন দ্রুত বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
খবরে বলা হয়, উগান্ডায় করোনা ভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
সরকার পরিচালিত উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউট (ইউভিআরআই)-এর প্রধান পন্টিয়ানো কালেবু রয়টার্সকে বলেন, আমরা ভারতীয় ধরনে আক্রান্ত এক রোগী পেয়েছি।
তিনি আরও বলেন, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ভারত সফর করে দেশে ফিরেছেন।
ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এইচএডি/