দামেস্ক: পশ্চিমা উদ্যোগে সিরিয়ার বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাব দেশটিকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে বলে সর্তক করে দিয়েছেন রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ।
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ সিরিয়ার সমস্যার কোন সমাধান নিয়ে আসতে পারবেনা বলেও তিনি মন্তব্য করেন।
সিরিয়ার সহিংসতা পরিস্থিতি সাম্প্রতিক সময় মারাত্মক আকার ধারণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল একটি নতুন প্রস্তাবের ব্যাপারে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে একটি প্রস্তাব পাশের উদ্যোগ নেওয়া হবে । মূলত: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশসমূহ এই উদ্যোগ গ্রহণ করে।
সিরিয়ায় সহিংসতায় রাজধানী দামেস্কে সেনাবাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘটিত সংঘর্ষে ব্যাপক রক্তক্ষয়ের একদিন পরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই জরুরি বৈঠক আহবান করা হলো।
গত সোমবার সিরিয়ায় সহিংসতায় কমপক্ষে ১০০ জন মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সহিংসতা মঙ্গলবারও অব্যাহত থাকে বলে জানায় সংবাদ মাধ্যম। সংঘর্ষে মঙ্গলবার কমপক্ষে ২০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে জনিয়েছে সংবাদমাধ্যম।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার মূল তিনটি নির্দেশনা হলো:
* জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এখনই কোন অবরোধ আরোপ করা হবেনা।
* সিরিয়ায় বিবদমান সবপক্ষকে অতিসত্বর সংঘাত বন্ধের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এছাড়া বিশ্বাসযোগ্য ভাবে কমিয়ে আনতে হবে সিরিয়ায় মানবাধিকার লংঘনের ঘটনাও।
* প্রেসিডেন্ট বাশার আসাদকে অবিলম্বে তার সহকারীর হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশটিতে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করার সুযোগ সৃষ্টি করতে হবে।
তবে মস্কো সিরিয়ার বিরুদ্ধে নেওয়া এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। উল্লেখ্য দামেস্কের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দেশটিতে রাশিয়ার একটি নৌঘাটিও রয়েছে।
সিরিয়ার শাসন ক্ষমতা পরিবর্তন করে নিজেদের মনমতো শাসক বসানোর পশ্চিমা উদ্যোগের একটি অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে রাশিয়া এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের নির্দেশনা অমান্য করলে দেশটির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে দেওয়া হুমকিরও সমালোচনা করেছে দেশটি।
এদিকে রাশিয়া সিরিয়া সংক্রান্ত জাতিসংঘের নতুন প্রস্তাবে ভেটো দিলে তারা আরববিশ্ব থেকে নি:সঙ্গ হয়ে পড়বে বলে রাশিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
রাশিয়া এরইমধ্যে এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ করার হুমকি দিয়েছে। তবে প্রস্তাবের উদ্যোক্তা পশ্চিমা দেশগুলো শেষ মুহুর্তে রাশিয়াকে রাজি করানোর ব্যাপারে এখনও আশাবাদী বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। নিরাপত্তা পরিষদের অপর সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে চীন ,ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা রাশিয়ার পদক্ষেপ সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২