করোনার ভারতীয় ধরন দেশটিতে ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে। ভারতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫২৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (০১ মে) এসব তথ্য জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এটি বিশ্বরেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজারে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) শনিবার জানায়, ভারত এ পর্যন্ত মোট ২৮ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এরমধ্যে শুক্রবার টেস্ট করা হয়েছে প্রায় সাড়ে ১৯ লাখ নমুনা।
ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ০১, ২০২১
এইচএডি/