ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে জাহাজ ডুবিতে নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, ফেব্রুয়ারি ১, ২০১২
তুরস্কে জাহাজ ডুবিতে নিখোঁজ ১০

আঙ্কারা: তুরস্কের  কৃষ্ণ সাগরীয় উপকূলে ঝড়ের কবলে পড়ে এক জাহাজ ডুবিতে কমপক্ষে ১০ ব্যক্তি নিখোঁজ হয়েছে। সংবাদ মাধ্যম জানায় কম্বোডিয়ার পতাকাবাহী জাহাজটি রাশিয়া থেকে তুরস্কের আলিয়াগা বন্দরে আসার পথে ঝড়ের কবলে পড়ে কৃষ্ণ সাগরে ডুবে যায়।

নিখোঁজ  জাহাজের ক্ররা পোলিশ নাগরিক বলে জানায় সংবাদমাধ্যম।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে  অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকারীরা সাগর থেকে দুজন ক্রকে উদ্ধার করে। বাকিদের উদ্ধারে এখনও তৎপরতা চালানো হচ্ছে।

জাহাজটি তুর্কী শহর জংগুলডাক শহরের নিকটবর্তী সমুদ্র উপকূলে ডুবে যায়।

স্থানীয় ইরেগিল অঞ্চলের বণিক সমিতির সভাপতি ইরফান নাদিম জানান, কোস্টগার্ড দূর্ঘটনাগ্রস্ত জাহাজটির কাছ থেকে জরুরি বার্তা পেয়ে অকুস্থলে পৌঁছালেও তার আগেই জাহাজটি ডুবে যায়। ঝড়ে জাহাজের অভ্যন্তরে রাখা কার্গোগুলো এলোমেলো হয়ে এক পাশে সরে গেলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ডুবে যায় বলে জানান তিনি।

তুরস্ক বিগত কয়েকদিন যাবৎ খারাপ আবহাওয়ার শিকার। পূর্ব এবং মধ্য ইউরোপের অধিকাংশ অঞ্চলই বর্তমানে শৈত্য প্রবাহে বিপর্যস্ত।

বাংলাদেশ সময়: ০৫০৫ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।