ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোজোনে বেকারত্বের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৫, ফেব্রুয়ারি ১, ২০১২
ইউরোজোনে বেকারত্বের নতুন রেকর্ড

ঢাকা: অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরোজোনের বেকারত্ব পুরনো রেকর্ড অতিক্রম করে এখন সাম্প্রতিক সময়ের মধ্যে সবোর্চ্চ। গবেষণা প্রতিষ্ঠান ইউরোস্টাট এজেন্সি সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানায় ২০১১‘র শেষে  ইউরোভূক্ত দেশগুলোতে গড় বেকারত্বের হার সাম্প্রতিক সময়ের রেকর্ডকে টপকে দিয়েছে।



ইউরোজোনে একক মূদ্রা ইউরো ব্যবহারকারী ১৭টি দেশের মিলিত গড় বেকারত্বের হার ডিসেম্বর মাসে ১০.৪ শতাংশে পৌঁছায়।   নভেম্বর মাসে এই হার ছিল ১০.৩।

ডিসেম্বর মাসে ইউরোজোনের মোট বেকারের সংখ্যা ছিল প্রায় ১৬.৫ মিলিয়ন। আগের বছরের একই সময়ের থেকে বেকারের সংখ্যা বেড়েছে ৭ লাখ ৫১ হাজার।

ইউরোভুক্ত দেশগুলোর মধ্যে বেকারত্বের সর্বোচ্চ হার বর্তমানে স্পেনে প্রায়  ২২.৯ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী ৪.১ শতাংশ বেকারত্ব নিয়ে অস্ট্রিয়া তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে।

ইউরোজোনের ঋনসংকটের কারণে ২০১১ সালের পুরোটা জুড়েই এই অঞ্চলের বেকারত্বের হার ছিল উর্ধ্বমূখী ।

উল্লেখ্য, প্রতিবেদন প্রকাশের ঠিক এক বছর আগে ২০১০ সালের ডিসেম্বরে ইউরোজোনে বেকারত্ব ছিল ১০ শতাংশ।

বাংলাদেশ সময়: ০৫২০ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।