ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, মে ২, ২০২১
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে মার্কিন সেনা। শনিবার (১ মে) দেশটি থেকে মার্কিন সেনারা ফিরতে শুরু করেছে।

 

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। গত ১ মে সেটিরই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। ২০২০ সালে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছিল তালেবানের সঙ্গে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে আফগানিস্তানে অবশিষ্ট আড়াই হাজার মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন । ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহার শেষ হবে বলেও জানান তিনি।  

২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মে ০১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।