ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্লোরিডা প্রাইমারিতে জিতে এগিয়ে গেলেন রমনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৮, ফেব্রুয়ারি ১, ২০১২
ফ্লোরিডা প্রাইমারিতে জিতে এগিয়ে গেলেন রমনি

ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী মিট রমনি ফ্লোরিডা রাজ্যে দলীয় সমর্থকদের সমর্থন পেলেন।

দলীয় ফোরামের ভোটাভুটিতে তিনি তার অপর প্রতিদ্বন্দ্বীদের পরিষ্কার ব্যবধানে পেছনে ফেলেন।



ফ্লোরিডা রাজ্যের রিপাবলিকান কাউন্সিলরদের দেওয়া ভোটের মোট ৬৩ শতাংশের ভোট গণনা শেষ হয়েছে। গণনাকৃত ভোটের মধ্যে প্রায় ৪৮ শতাংশ সমর্থন পেয়ে মিট রমনি অন্য সব প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউট গিংগ্রিচ পেয়েছেন ৩১ শতাংশের সমর্থন।

যুক্তরাষ্ট্রের আসন্ন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোয়ন লাভ করার জন্য রাজ্যে রাজ্যে দলীয় সমর্থন লাভের এই লড়াইয়ে ফ্লোরিডার এই প্রাইমারিটিই সবচেয়ে জমজমাট হয় বলে জানায় সংবাদ মাধ্যম।

টেলিভিশন বিতর্কে প্রধান দুই প্রতিযোগী রমনি এবং গিংগ্রিচ’র মধ্যকার লড়াই এই ফ্লোরিডাতেই সবচেয়ে জমে উঠেছিল।

মিট রমনি এবং গিংগ্রিচের পাশাপাশি রিক সানটোরাম এবং রন পলও প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী হিসেবে রিপাবলিকান দল থেকে মনোয়ন প্রার্থী। তবে ফ্লোরিডায় স্যান্টোরাম পেয়েছেন ১৩ শতাংশ এবং রন পল পেয়েছেন মাত্র সাত শতাংশ রিপাবলিকান সমর্থকদের সমর্থন।

ফ্লোরিডার পাশাপাশি মিট রমনি এর আগে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতেও জয়লাভ করেন। গত মাসে লোয়া ককাস রিপাবলিকান দলের পক্ষে মনোয়ন লাভের এই যুদ্ধ শুরু হয়।

বাংলাদেশ সময় : ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।