ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মমতাকে রাজনাথ সিং-নির্মলা সীতারামনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, মে ২, ২০২১
মমতাকে রাজনাথ সিং-নির্মলা সীতারামনের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

রোববার (২ মে) বিকেলে টুইট বার্তায় তারা এ অভিনন্দন জানান।

টুইট বার্তায় রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তার দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তার পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট বার্তায় বলেন, আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা। আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ০২, ২০২১
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।