ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়া বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, ফেব্রুয়ারি ১, ২০১২
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়া বিতর্ক

নিউইয়র্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বর্তমান সহিংস অবস্থা নিয়ে বিতর্ক চলছে। মঙ্গলবার আরব লীগ এবং পশ্চিমা কূটনীতিকরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পক্ষে ভোট দেয়।

কিন্তু পরাশক্তিধর রাশিয়া এবং চীনের বিরোধীতার ফলে সিরিয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

আরব লীগ এবং পশ্চিমা দেশগুলোর দেওয়া প্রস্তাবের চেয়ে আরও ভালো পন্থা আছে বলে জানায় রাশিয়া এবং চীন। সিরিয়ার সরকার প্রধানের সঙ্গে আরও আলোচনা করা যেতে পারে বলেও তারা জানান।
 
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, ‘সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে এই পরিষদ কোনো কিছু আরোপ করতে পারে না। আমরা বুঝতে পারছি যে সেখানে অভ্যন্তরীন রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু তাই বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে না এই সংঘর্ষকে উস্কে দেওয়া। কোনো প্রকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ করা যাবে না। ’

নিরাপত্তা পরিষদ মরক্কোর দেওয়া আসাদের ক্ষমতা হস্তান্তর প্রস্তাবটি বিবেচনায় আনে। কিন্তু এখানেও রাশিয়া এবং চীন উভয়েই ভেটো প্রদান করে।
 
প্রস্তাবটিতে আরব লীগের রিপোর্ট অনুযায়ী সিরিয়াতে দুই মাসের মধ্যে সম্মিলিত সরকার গঠন করার কথা বলা হয়েছে। কিন্তু আরব লীগের ওই রিপোর্টে অবশ্য সেনাবাহিনী হস্তক্ষেপ এবং অর্থনৈতিক অবরোধের বিপক্ষে মত দেওয়া হয়।

নিরাপত্তা পরিষদের পাঁচ ভেটো প্রদানকারী দেশের মধ্যে রাশিয়া এবং চীন অন্যতম। উভয় দেশই সিরিয়াতে গৃহযুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কিন্তু আসাদের ক্ষমতা ত্যাগের বিপক্ষে মত দেয়।

রাশিয়া এবং চীন তাদের নিজেদের তৈরি করা একটি প্রস্তাব পেশ করে নিরাপত্তা পরিষদ বরাবর। প্রস্তাবটিতে সিরিয়ার সহিংসতার জন্য আসাদ সরকার এবং বিরোধী উভয়কেই দোষি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।