ইসলামাবাদ: শান্তিপূর্ণ আফগানিস্তান পাকিস্তানের শান্তি এবং নিরাপত্তার জন্য সঙ্কটময়। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ মন্তব্য করেন।
গিলানি আরও বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানের শান্তি প্রচেষ্টার জন্য সবসময়ই আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সমর্থণ দিয়ে গেছে। আফগানিস্তান যাতে নিজের মতো করে নিজেদের পুনর্গঠন করতে পারে তাই চাই আমরা। ’
আফগান সিনেটরদের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন গিলানি। এসময় গিলানি আরও বলেন, দুই দেশের সংসদীয় পর্যায়ের কর্তাব্যক্তিরা পারস্পরিক সফর বাড়ালে তা দুইদেশের জন্যই মঙ্গলজনক।
বুরহানুদ্দিন রাব্বানি হত্যাকান্ডের বিষয়ে তদন্ত করতে আসা প্রতিনিধিদের সর্বোচ্চ সহেযাগিতা দেওয়া হচ্ছে বলেও গিলানি জানান।
গত বছরের ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের এই সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানি আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২