ইসলামাবাদ: ফাঁস হওয়া ন্যাটোর রিপোর্ট মন্তব্যের অযোগ্য বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। গোপন ওই দলিলে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা আইএসআই’এর সহায়তা পায় বলে বলা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আবদুল বাসিত একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানায়, ‘এটা খুবই হালকা। এ সম্পর্কে মন্তব্য করা যায় না। আমরা আফগানিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করতে চাই না। প্রতিটি রাষ্ট্রেরই নিজস্ব কিছু নীতিমালা আছে। ’
একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা এই ফাঁস হওয়ার ব্যাপারটিকে নিন্দা জানিয়েছেন এবং একই সঙ্গে বিবিসি এই দলিল নিয়ে রিপোর্ট করায় তাদেরও সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, বিবিসি’তেই গত বছর গোপন পাকিস্তান শীর্ষক আরও একটি দলিল ছাপা হয়। সেই দলিলে বলা হয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তালেবান জঙ্গিদের মদদ দিচ্ছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘রিপোর্টটি পাওয়া যাচ্ছে না। ফাঁস হওয়া বিষয়ে কোনো মন্তব্য নয়। ’
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২