ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ৭, ২০২১
বোমা বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তার দল মালদ্বীভান ডেমোক্রেটিক পার্টি বলছে বৃহস্পতিবার (৬ মে) তিনি যখন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ির বাইরে বের হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।

শুক্রবার (৭ মে) এ খবর জানায় বিবিসি।

আশঙ্কাজনক অবস্থায় নাশিদ হাসপাতালে ভর্তি। গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির এক নেতা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন নাশিদ। সেই সময় পাশে রাখা একটি মোটরবাইকে প্রচণ্ড জোরে বিস্ফোরণ ঘটে। তাতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৫৩ বছরের নাশিদ। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে এডিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এখনো হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা যায়।  

হাসপাতাল সূত্র জানায়, একাধিক ক্ষত রয়েছে নাশিদের শরীরে। তবে এ নিয়ে বিশদ কিছু জানানো হয়নি। বিস্ফোরণে নাশিদ আহত হওয়ার পরই জরুরিভিত্তিতে দেশের সংসদে অধিবেশন ডাকা হয়।

নাশিদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রথম প্রেসিডেন্ট। তিনি বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ০৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।