সাইবেরিয়া: মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে মধ্য ও পূর্ব ইউরোপে কমপক্ষে ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাপমাত্রা শূন্য ডিগ্রির অনেক নিচে নেমে যাওয়ায় অনেক দেশ জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্র খুলেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইউক্রেনে ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, এরা মূলত গৃহহীন। এছাড়া পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া এবং আশেপাশের অন্যান্য দেশেও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
আবহাওয়া বিভাগের ব্যুলেটিনে জানা গেছে, গত সোমবার তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে।
ইউক্রেনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন জরুরি আশ্রয়কেন্দ্রে গত তিন দিনে এক হাজার ৫৯০টি ঘরে প্রায় ২৪ হাজার মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
গত তিন দিনে ৬শ’ বেশি মানুষকে প্রদাহজনিত রোগ এবং হাইপোথারমিয়ার (ঠাণ্ডাজনিত সমস্যা) জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবারের পূর্বাভাস অনুয়ায়ী, এই আবহাওয়া চলতে থাকে আরো ১৫০টি আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২