ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াশিংটনের সঙ্গে মোসাদের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, ফেব্রুয়ারি ১, ২০১২
ওয়াশিংটনের সঙ্গে মোসাদের গোপন বৈঠক

ওয়াশিংটন: ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে বৈঠক করেছে মোসাদ। গত সপ্তাহে মোসাদ প্রধান তামির পারদো ওয়াশিংটনে আসেন বলে জানিয়েছে সিআইএ প্রধান এবং যুক্তরাষ্ট্রের এক সিনেটর।



সিআইএ প্রধান ডেভিড পেট্রোস এবং সিনেটর ড্যানি ফেইনস্টেইন কংগ্রেসের এক শুনানিতে বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান তামির পারদো ওয়াশিংটনে এসেছিলেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে কিভাবে দাড়াবেন তা নিয়ে আলোচনা করেছেন।

গোয়েন্দা প্রধানদের সফরগুলো সচরাচর বেশ গোপনীয়তার সঙ্গেই রাখা হয়। কিন্তু সিনেটর ফেইনস্টেইন জানান, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা ভিডিও চিত্রে ধারন করা আছে।

ফেইনস্টেইন শুনানিতে আরও বলেন, ‘ভাইস চেয়ারম্যান এবং আমি গত সপ্তাহেই মোসাদের প্রধানের সঙ্গে আলোচনা করেছি। যদিও আলোচনাটি ছিল গোপন। ’
 
সিআইএ প্রধান এই গোপন বৈঠকের সত্যতা স্বীকার করে জানান, ‘তিনি ইসরায়েলের নেতাদের সঙ্গে কথা বলেই এসেছিলেন। ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্পকে ভয়াবহ হুমকি হিসেবেই দেখছে। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।