নয়াদিল্লি: বিশ্ববিখ্যাত অ্যানিমেশন ছবি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি এবার ভারতে আধিপত্য বিস্তারের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। ভারতের বিনোদন নির্ভর টেলিভিশন চ্যানেল ইউটিভির বড় অংশীদার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই বিনোদন কোম্পানি।
ইউটিভির অংশীদারিত্ব চেয়ে ওয়াল্ট ডিজনির পক্ষ থেকে একটি প্রস্তাব গত মাসে ভারতের মন্ত্রিসভা অনুমোদন করেছে। খুব শিগগির এই মার্কিন প্রতিষ্ঠানটি ইউটিভির বড় অংশের শেয়ার কিনবে।
তবে এই শেয়ারের অর্থমূল্য ঠিক কতো হবে তা এখনো পরিষ্কার করে বলেনি ডিজনি।
প্রসঙ্গত, ভারতের বিশাল ভোক্তা বাজার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। সেই ধারাবাহিকতায় এবার যোগ হচ্ছে ওয়াল ডিজনির মতো প্রতিষ্ঠান।
এ ব্যাপারে ডিজনি ইন্টারন্যাশালের চেয়ারম্যান এন্ডি বার্ড বলেন, ‘বিশ্ব বাজারে আমাদের ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানোর জন্য এটিই হলো কোম্পানির কৌশল। ’
বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২