ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আমদানি রপ্তানি কমেছে চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, ফেব্রুয়ারি ১, ২০১২
আমদানি রপ্তানি কমেছে চীনের

বেইজিং: বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে ক্রেতাদের অনিশ্চয়তার মুখে জানুয়ারি মাসে চীনের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

সম্প্রতি এক সরকারি পরিসংখ্যানে দেখা যায় ইনডেক্স গত মাসে যেখানে ছিল ৪৮ দশমিক ৬ পয়েন্ট, তা এই মাসে নেমে এসেছে ৪৬ দশমিক ৯ পয়েন্টে।



অন্যদিকে আমদানি ইনডেক্স যেখানে ডিসেম্বরে ছিল ৪৯ দশমিক ৩ পয়েন্ট তা নেমে আসে ৪৬ দমমিক ৯ পয়েন্টে। অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় এই পতন ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক মন্দার কারনে চীনের প্রধান বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপে চাহিদা কমে গেছে। যার কারণেই এই নেতিবাচক প্রভাব।

ইকোনোমিস্ট ইনটিলিজেন্স ইউনিটের অধ্যাপক স্টিফেন জোস্ক একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, এই অর্থনৈতিক অবস্থা যদি চলতে থাকে তবে ২০১২ সালে ইউরোপকে অর্থনৈতিক মন্দা থেকে কেউ বের করতে পারবে না।

তিনি আরও বলেন, চলতি বছরটি চীনের জন্য একটি কঠিন সময় হবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।