মুম্বাই: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি তথ্য-প্রযুক্তি কোম্পানিতে চাকরি করেন আরতি ঠাকুর। খুব সুন্দরী না হলেও একেবারে উপেক্ষা করার মতো নয়।
গত তিন মাসে তিনবার হামলার শিকার হয়েছেন ২২ বছর বয়সী এই তরুণী। প্রতিবারই আক্রমণকারীর লক্ষ্য ছিল মুখমণ্ডল।
সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় গোরেগাঁও রেলস্টেশনে ফোনে কথা বলতে বলতে বুথে কুপন প্রবেশের সময় আচমকা তার মুখে এসিড নিক্ষেপ করে এক লোক।
‘এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির আক্রমণের শিকার হলো আরতি। আমরা একজনকে সন্দেহ করছি, সে কথা পুলিশকেও জানানো হয়েছে’- বলছিলেন আরতির মা সীমা ঠাকুর।
গোরেগাঁওয়ের সিঙ্গি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এসিডে আরতির মুখের ১০-১৫ শতাংশ পুড়ে গেছে। তার ভ্রু, থুতনি, বুক এবং ডান হাতের কিছু অংশ ঝলসে গেছে।
আরতির মা আরো জানান, তার মেয়ে প্রথম হামলার শিকার হয় গত বছরের নভেম্বরে মালবানির রাস্তায় হেঁটে যাওয়ার সময়। দ্বিতীয়বার হামলা হয় গত ডিসেম্বরে। দুই বারই আরতির মুখে আক্রমণ হয়। আক্রমণে ব্যবহার করা হয় ছোট চাকু।
আরতি বসবাস করেন নালাসোপারায়। অফিসে যাওয়ার সময় এখন তার মা তাকে সঙ্গে করে নিয়ে যান আবার নিয়ে আসেন। সম্প্রতি আরিতর বাগদান হয়েছে বলে জানালেন সীমা ঠাকুর।
স্টেশনে আরতির ওপর হামলার ব্যাপারে বোরিভেলি রেলওয়ে পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ পরিদর্শক পিএম কারাকার্তা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি জেনেছি। ভিড়ের মধ্যে থেকে একজন বেরিয়ে এসে এসিড মেরেই পালিয়ে গেছে। আমরা আরতির বক্তব্য নিয়েছি। স্টেশনের সিসিটিভির ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২