ওয়াশিংটন: অনলাইন জায়ান্ট হিসেবে খ্যাত অামাজানের ব্যাপক মুনাফা কমেছে বলে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে। এই অবস্থা বিরাজ করলে চলতি বছরের মধ্যেই বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে ওয়েবসাইটটি।
ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে আমাজানের আয় ছিল ১৭ কোটি ৭ লক্ষ ডলার। যেখানে ২০১০ সালে একই সময়ে অ্যামাজনের আয় ছিল ৪১ কোটি ৬ লক্ষ ডলার।
আয় কমে যাওয়া সত্বেও এই সময়ে মুনাফা বেড়েছে এক হাজার তেতাল্লিশ কোটি ডলার যা শতাংশের দিক থেকে ৩৫ শতাংশ।
কিন্তু আমাজান থেকে বলা হয় যদি তারা আরও বিনিয়োগে যায় তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্ষতির মুখোমুখি হতে পারে।
এদিকে শেয়ার বাজারে প্রথম ঘন্টায় শেয়ারের দাম কমে যায় ৮ শতাংশ। বিনিয়োগকারীদের হতাশার কারনেই এটি হয়েছে বলে জানানো হয়।
এ ব্যাপারে ক্রেডিট এগ্রিকোলের বিশ্লেষক জেমস লি বলেন, বাজারে আমাজানের শেয়ারের মূল্য কম নয়। তাই যে কোন ধরনের হতাশাজনক ঘটনা এর উপর প্রভাব ফেলবে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২