ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবং জর্জিয়ার রাজধানী তিবলিসিতে কূটনীতিকদের ওপর হামলা চেষ্টার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরান হলো বিশ্বে সবচে বড় সন্ত্রাস রপ্তানিকারক দেশ।
ডানপন্থী এই ইসরায়েলি নেতা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল এবং ইহুদিদের ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। লেবাননের শিয়াপান্থী সংগঠন হেজবুল্লাহ এবং ইরানের সমন্বিত পরিকল্পনায় থাইল্যান্ড এবং আজারবাইজানে এরকম ধারাবাহিক হামলা হয়েছে।
তিনি বলেন, ‘এই সব ঘটনার পেছনে রয়েছে ইরান এবং এর অনুগ্রহভাজন হেজবুল্লাহ। ’ ইরানের পক্ষ থেকে যেকোনো আন্তর্জাতিক সন্ত্রাস কঠোর হাতে দমন করার ইসরায়েলি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন তিনি।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারমান জেরুজালেমে সাংবাদিকদের বলেছেন, তিনি সঠিকভাবেই জানেন কারা এই হামলার জন্য দায়ী আর এর পরিকল্পনার পেছনে কারা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা হাত গুটিয়ে বসে থাকব না। ’
তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সোমবার দুপুরের দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে একজন ইসরায়েলি কূটনীতিকের স্ত্রীসহ চারজন আহত হয়েছে বলে জানা গেছে।
অপর দিকে একই সময় জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি গাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২