ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

অক্সিজেন সরবরাহের জন্য কাশ্মীরে কন্ট্রোল রুম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ৯, ২০২১
অক্সিজেন সরবরাহের জন্য কাশ্মীরে কন্ট্রোল রুম

করোনা রোগীদের জন্য জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বুধবার জম্মুতে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখান থেকেই অক্সিজেন সরবরাহ, বিতরণ, পর্যবেক্ষণ ও পরিচালনা করা হচ্ছে।

 

এনজিও এবং স্বেচ্ছাসেবকরা অক্সিজেন সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরপরই প্রশাসন এই পদক্ষেপ নেয়।  

জম্মুর এক কর্মকর্তা জানান, অক্সিজেন সংকট কাটাতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যাতে অক্সিজেন সরবরাহ ও বিতরণ পর্যবেক্ষণ ও পরিচালনা করা যায়।  

তিনি বলেন, জরুরি অক্সিজেনের জন্য নাগরিকদের ফোন করতে বলা হয়েছে। কট্রোল রুম থেকে রোগী এবং চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ০৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।