ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সেনেগালে নির্বাচনপূর্ব সহিংসতায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, ফেব্রুয়ারি ১, ২০১২
সেনেগালে নির্বাচনপূর্ব সহিংসতায় নিহত ২

দাকার: সেনেগালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদের প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  সহিংস রূপ নিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছে।



আন্তর্জাতিক গণমাধ্যগুলো জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী দাকারে প্রেসিডেন্ট ওয়াদের প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে বিরোধীদের কয়েক হাজার কর্মী-সমর্থক বিক্ষোভ করে। এসম তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই জন নিহত হয়।

পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে। সরাসরি গুলি করারও অভিযোগ রয়েছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে প্রেসেডন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।