জাপানের উপকূলরক্ষী বাহিনী তাদের অর্থনৈতিক অঞ্চলের কাছে একটি চীনা গবেষণা জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। জাপানের একটি গণমাধ্যম এ খবর দিয়েছে।
সোমবার ইওমিউরি সংবাদপত্র জানিয়েছে, জাপান সরকার একই দিনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
সংবাদপত্রটি জানিয়েছে, জাপানের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঢুকে পড়ে একটি চীনা গবেষণা জাহাজ। উপকূলরক্ষী বাহিনী মনে করে, সেখানে গবেষণা কার্যক্রম চালানোর জন্য ওই জাহাজের কোনো অনুমতি ছিল না।
চীনা জাহাজটি থেকে সমুদ্রে তারের মতো একটি বস্তু প্রসারিত ছিল, যার ফলে উপকূলরক্ষী বাহিনী বিশ্বাস করে যে এটি গবেষণা পরিচালনা করছে।
ইউমিউরির প্রতিবেদন অনুযায়ী, দুপুরের দিকে চীনা জাহাজটি টহলদারি নৌকার কার্যক্রম বন্ধ করে এগিয়ে যাওয়ার আদেশ মেনে নেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুলাই মাসের পর এটি ছিল চীনা সামুদ্রিক গবেষণা জাহাজের প্রথম অভিযান।
জাপানে গোল্ডেন উইকের ছুটির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাদের ফোন করে মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য সিঙ্গাপুর পোস্ট
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১০, ২০২১
নিউজ ডেস্ক