ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় পিছু হটলো কানাডীয় খনি কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, ফেব্রুয়ারি ১, ২০১২
আর্জেন্টিনায় পিছু হটলো কানাডীয় খনি কোম্পানি

বুয়েনস আয়ারস: কানাডীয় খনি খনন প্রতিষ্ঠান ওসিস্কো আর্জেন্টিনায় তাদের স্বর্ণখনির খনন কার্যক্রম বন্ধ করেছে। স্থানীয়দের তীব্র বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।



দেশটির প্রতিবাদকারীদের যদি সরিয়ে নেওয়া না হয় তাহলে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য লা রিজা থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানায় ওসিস্কো।

গেল সপ্তাহে শত শত মানুষ কানাডার দূতাবাস বুয়েন্স আয়ারসে বিক্ষোভ সামবেশ করে। তাদের দাবি অনুযায়ী প্রকল্পটি মোটেও পরিবেশ বান্ধব নয়।

তবে ওসিস্কো পরিবেশ বিষয়ে সচেতন বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা পরিবেশ সচেতনমূলক প্রতিষ্ঠান যেমন গ্রিনপীস দ্বারা প্রভাবিত হয়ে বিক্ষোভ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।