ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি যুবকের হামলায় ২ ইসরাইলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মে ১৩, ২০২১
ফিলিস্তিনি যুবকের হামলায় ২ ইসরাইলি সেনা আহত

ঢাকা: নাবলুস শহরের অদূরে এক ফিলিস্তিনি যুবক ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, এর ফলে দুই ইসরাইলি সেনা আহত হয়েছে। এরপর ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরাইলি সেনারা বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা 'শাহাব'।

দুই সপ্তাহে আগেও বেথেলহাম শহরের কাছে এক ফিলিস্তিনি তরুণ শাহাদাৎপিয়াসী অভিযান চালায়। এরপর ইসরাইলি সেনারা গুলি করে তাকে আহত করে।

ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত হত্যা-নৃশংসতা ও আগ্রাসনের জবাবে এ ধরনের পদক্ষেপ স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র। যতদিন ইসরাইলি বর্বরতা অব্যাহত থাকবে ততদিন ফিলিস্তিনিদের পক্ষ থেকে এ ধরনের জবাব আসতেই থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।