গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার (১৪ মে) এমন একটি বিবৃতি দিয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।
গত কয়েক দিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন। প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশাহারা ইসরায়েল। এমন পরিস্থিতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি দৃঢ়ভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ক্রমবর্ধমান এই হামলা-পাল্টা হামলার জেরে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করেছে ইউরোপীয় এয়ারলাইনগুলো। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক, জার্মানির লুফথানসা, স্পেনের আইবেরিয়া প্রভৃতি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ১৪, ২০২১
এএ