সিউল: বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা জাপানি কোম্পানি সনি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পরিবর্তন আনা হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, আগামী ১ এপ্রিল বর্তমান সিইও হাওয়ার্ড স্ট্রিংগারের স্থলাভিষিক্ত হবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কাজু হিরাই।
এর পর স্ট্রিংগার কোম্পানির চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করবেন।
এদিকে প্রধান নির্বাহীর দায়িত্ব পাওয়ার আগে আগামী মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানের ভোক্তা পণ্য ও সেবা বিভাগের প্রধান হিসেবে কাজ করবেন।
সনি আশঙ্কা করছে, আগামী মার্চে চতুর্থবছরের মতো ক্ষতির মুখোমুখি হবে। মুদ্রা বাজারে ইয়েনের দাম বেড়ে যাওয়া এবং কোম্পানির টেলিভিশন বিক্রি কমে যাওয়ায় সনি এই ক্ষতির মুখে পড়ে।
গত বৃহস্পতিবার সনি তৃতীয় প্রান্তিকের অবস্থা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্রিটেনের ওয়েলসে জন্মগ্রহণকারী স্ট্রিংগার প্রথম বিদেশি যিনি ২০০৫ সালে সনির দ্বায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২