ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ১৬, ২০২১
বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়ালো

বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জন ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন।

সুস্থ হয়েছেন ১৪ কোটি ২৫ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ হাজার ৮২২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ২২০ জন।

করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৯ হাজার ৮৬৩ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৯১৬ জনের শরীরে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন। মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৩১৯ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৮৫২ জন।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মে ১৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।