কায়রো: মিসরে ফুটবল ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সহিংসতায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ।
উভয় দলের খেলোয়াড়রাও আক্রান্ত হয়েছেন। প্রতিপক্ষ তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দেশটির ভূমধ্য সাগরীয় শহর পোর্ট সাঈদে স্থানীয় দল আল-মাসরি ও কায়রোর দল আল-আহলির মধ্যকার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এ সহিংসতার ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। গত বছর দেশটিতে মোবারক বিরোধী সহিংসতার পর এটিই সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা।
এ রক্তক্ষয়ী ঘটনার জন্য দেশটির জনগণ ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার অভাবকেই দায়ী করেছে। তারা এর জন্য দেশটির সেনা শাসকদেরকেই দায়ভার নিতে হবে বলে অভিযোগ করেছেন। রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড ও প্রতিক্রিয়াশীল ইসলামি গ্রুপের নেতারা এ ঘটনার পেছনে অদৃশ্য শক্তির ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন।
এদিকে এ ঘটনায় হাজারেরও বেশি মানুষ বৃহস্পতিবার সেনা সতর্কতা উপেক্ষা করে নিজেদের বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থার সামনে জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়। এ ব্যাপারে ক্ষমতাসীন সেনা সরকারের ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসাইন তানতাওয়ি টেলিভিশনে দেওয়া এক ভাষণে ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২