ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর গুরু এঞ্জেলো ডান্ডির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, ফেব্রুয়ারি ২, ২০১২
মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর গুরু এঞ্জেলো ডান্ডির মৃত্যু

লন্ডন: বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর কিংবদন্তী প্রশিক্ষক এঞ্জেলো ডান্ডি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

দুই দশকেরও বেশি সময় ধরে তিনি মোহাম্মদ আলীর প্রশিক্ষক ছিলেন।

তবে ডান্ডি শুধু যে আলীর মতো কিংবদন্তীরই গুরু ছিলেন তা নয়। হাত ধরে ১৫ জন মুষ্টিযোদ্ধা বিশ্বজয়ীর খেতাবে ভূষিত হয়েছেন। এদের মধ্যে আছেন- সুগার রে লিওনার্দ, জর্জ ফোরম্যান এবং জিমি এলিসের মতো বিখ্যাত মুষ্টিযোদ্ধা। তবে প্রশিক্ষক জীবনের বড় সময়টাই তিনি কাটিয়েছেন মোহাম্মদ আলীর সঙ্গে।
 
মায়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধাবার রাতে নিজ বাসভবন তাম্পায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ডান্ডি। এসময় তার পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

ডান্ডি মোহাম্মদ আলীর সঙ্গে সফরসঙ্গী হয়ে উড়ে বেরিয়েছেন বিশ্বের বহু জায়গায়। আলীর স্মরণীয় অনেক ম্যাচেও স্বশরীরে হাজির ছিলেন তিনি। এর মধ্যে ১৯৭৪ সালে ফোরম্যানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর সেই ম্যাচের পুরোটা সময়ই তিনি আলীর পাশে ছিলেন।
 
ডান্ডি ১৯২১ সালের ৩০ আগস্ট ফিলাডেলফিয়াতে জন্মগ্রহণ করেন। গত মাসেই প্রিয় শিষ্য মোহাম্মদ আলীর ৭০তম জন্মদিন পালন করতে কেন্টাকির লুসভিলে উড়ে গিয়েছিলেন।

এঞ্জেলো ডান্ডির ছেলে জিমি ডান্ডি বিখ্যাত টিভি চ্যানেল ইএসপিএন’কে বলেন, ‘বাবার যাওয়ার সময় হয়েছিল। তিনি যা করতে চেয়েছিলেন তাইই করেছেন। ’

ডান্ডিকে মুষ্টিযুদ্ধের ইতিহাসে রিংয়ে যেকোনো পরিস্থিতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ কৌঁসুলি বলে বিবেচনা করা হয়।

এদিকে ডান্ডির শিষ্য আলীর শারীরিক অবস্থাও খুব ভাল নয়। পানিশূন্যতা জনিত সমস্যার কারণে গত নভেম্বরে তাকে ফিনিক্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।