ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় ৭০ কেজি মাদকসহ ২ চীনা নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ২০, ২০২১
কম্বোডিয়ায় ৭০ কেজি মাদকসহ ২ চীনা নাগরিক আটক

কম্বোডিয়ার রাজধানী নমপেনে ২টি পৃথক অভিযানে দুই চীনা নাগরিককে ৭০ কেজি মাদকসহ গ্রেফতার করা হয়েছে। ওইসব মাদকদ্রব্য তারা ভিয়েতনামে পাচারের চেষ্টা করছিলেন।

 

মাদকবিরোধী বিভাগের কর্মকর্তারা এবং নমপেন পুলিশের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।  

গ্রেফতার হওয়া দুই চীনা নাগরিক হলেন ৪০ বছর বয়সী লিউ জিক এবং ৫৮ বছর বয়সী চান হাং ফাই।

কর্মকর্তারা তাদের কাছে থাকা ৫২,৭৬৮ টি এমডিএমএ ট্যাবলেটসহ প্রচুর পরিমাণে অবৈধ মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছেন। ৪৯ কিলোগ্রাম হেরোইন, ১১.৭৯ কিলোগ্রাম মেথমেটামিন মোট ৭০.৭২ কিলোগ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কম্বোডিয়া পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২০, ২০২১
নিউজ ডেস্ক
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।