ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে আরও ৪২০৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ২১, ২০২১
ভারতে করোনায় একদিনে আরও ৪২০৯ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু ফের চার হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে আরও চার হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ২৬৯ জন।  

এর আগে বৃহস্পতিবার (২০ মে) দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৮৭৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ শুক্রবার প্রাণহানি বেড়েছে প্রায় সাড়ে তিনশো। প্রতিদিন বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত হলেও শুক্রবার ভারতে কমে এসেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে এক লাখেরও বেশি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩০ লাখ ২৮ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার জন ও আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ছয় লাখ। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৫৮ জনের। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৯৩ জন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ২১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।