ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সাত মাস বন্ধ থাকার পর খুলছে আইফেল টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, মে ২২, ২০২১
সাত মাস বন্ধ থাকার পর খুলছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। তবে এরই মধ্যে বেশ কিছু দেশ নিজেদের সামলে নিয়েছে।

এমন পরিস্থিতিতে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুলাই আইফেল টাওয়ার ফের খুলে দেওয়া হচ্ছে।  

বৃহস্পতিবার (২০ মে) প্যারিসের এ বিখ্যাত স্থাপনার অপারেটর একথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, অপারেটর সেতা জানান, প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন পরিদর্শকের সংখ্যা ১০ হাজার জনে সীমাবদ্ধ রাখা হবে। এ সংখ্যা করোনা পূর্ববর্তী পরিদর্শক সংখ্যার অর্ধেকেরও কম।

খবরে বলা হয়, কেবলমাত্র নির্মাণ কাজ চলছে, এমন কিছু স্থান ব্যতীত এ স্মৃতিস্তম্ভের সব ফ্লোরে পরিদর্শকদের প্রবেশে সুযোগ থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের অলিম্পিক গেম উপলক্ষে আইফেল টাওয়ারকে সবচেয়ে দৃষ্টি নন্দন করতে এ ঐতিহাসিক স্থাপনার ১৩০ বছরের ইতিহাসে টাওয়ারটির ব্যাপক সংস্কার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ২২, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।