মস্কো: সিরিয়াতে সহিংস পরিস্থিতি বিরাজ করা সত্ত্বেও দেশটির কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করবে না রাশিয়া। কারণ সিরিয়ায় অস্ত্র রপ্তানি করা যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই।
রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্তনি আন্তোলভ রাশিয়ার একটি গণমাধ্যমকে বলেন, ‘সিরিয়ায় অস্ত্র রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো। আমরা আগেও বলেছি এখনও বলছি, রাশিয়া তার রেড লাইনের ওপর দাড়িয়েই সিরিয়ায় অস্ত্র পাঠাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর কোনো নীতি লঙ্ঘন করা হচ্ছে না। ’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনকে বলেন, ‘মস্কো বাণিজ্যিক বাধ্যবাধকতায় বিশ্বাস করে। সিরিয়ার কাছে অস্ত্র বিক্রি করা হচ্ছে সত্য কিন্তু সে অস্ত্র সিরিয়ার বিক্ষোভকারীদের ওপর ব্যবহার করা হচ্ছে না। ’
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২